এম এম আর মামুন
চট্টগ্রামের আনোয়ারায় আড়তে চিংড়ি মাছে জেলি পুশ করে বিক্রির দায়ে এক আড়ৎদারকে জরিমানা করা হয়েছে। এছাড়াও এ ধরনের কাজ থেকে বিরত থাকতে তাকে সতর্ক করা
হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার কালা বিবি দীঘির মোড়ে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম আবদুল্লাহ আল মুমিন। এ সময় উপজেলা মেরিন ফিশারিজ কর্মকর্তা মো.হুজ্জাতুল
ইসলাম উপস্থিত ছিলেন। তিনি বলেন, অভিযানে ১৫০ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়। এ সময় মেসার্স মক্কা ফিশ মার্চেন্টের মালিক আবদুর রহিমকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দ করা মাছ স্থানীয় ১৩টি এতিমখানায় বিলি করে দেওয়া হয়।
Leave a Reply