আজ ১৪ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বন্দরনগরী চট্টগ্রামে অবস্থিত ইস্টার্ন রিফাইনার’র আগুন ফাইটিং টিম ও ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণে।

মোহাম্মদ মাসুদ চট্টগ্রাম 

দেশের একমাত্র চট্টগ্রামে অবস্থিত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারিতে লাগা আগুন বড় ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই
নিয়ন্ত্রণে এসেছে। ইস্টার্ন রিফাইনারির ফায়ার ফাইটিং টিম ও ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিটের এক ঘণ্টার সক্রিয় চৌকস চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়।

শনিবার (১৫ অক্টোবর) দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ইস্টার্ন রিফাইনারির উপ-মহাব্যবস্থাপক (ইন্সপেকশন অ্যান্ড সেফটি) এ কে এম নাঈমুল্লাহ বলেন,দুপুর ১২টা ২৫মিনিটের দিকে আগুন নেভানো হয়েছে। ইস্টার্ন রিফাইনারির নিজস্ব ফায়ার ফাইটিং টিম,ফায়ার সার্ভিসসহ সবাই মিলে আগুন নিভিয়েছি। আমাদের প্রশিক্ষিত লোকজন আছে। তারা শুরুতেই ব্যবস্থা নিয়েছিল। আগুন খুব বেশি ছড়াতে পারেনি, একটা জায়গাতেই ছিল। তাই ক্ষয়ক্ষতিও তেমন নেই।

তিনি বলেন,আগুনের সঠিক উৎস আমরা বলতে পারছি না। বড় কোনো ট্যাংকে আগুন লাগেনি। ইস্টার্ন রিফাইনারির ভেতরে যেখানে তেল কালেকশন হয়,এমন একটি জায়গায় আগুন লেগেছে। বড় ধরনের কোনো কিছু হয়নি।

বেলা ১১টা ২৫মিনিটে ইস্টার্ন রিফাইনারিতে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। পরে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের ৮টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

Leave a Reply

Your email address will not be published.

     এই বিভাগের আরও খবর