আজ ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মশার বংশবিস্তার রোধে চসিকের অভিযান,১০ ব্যক্তিকে ৮৬ হাজার টাকা জরিমান।

চট্টগ্রাম কন্ঠ:ডেক্স 
চট্টগ্রাম নগরীতে দিন দিন বেড়েই চলেছে ডেঙ্গু জ্বরের রোগী মেডিকেলগুলোতে হিমশিমকাচ্ছে রোগীর স্বজনরা। তাই ডেঙ্গু প্রতিরোধে প্রতিদিন বিভিন্নভাবে পরিকল্পনা হাতে নিচ্ছে চসিক।
মশার বংশ বিস্তার রোধে পরিচালিত অভিযানে ১০ ব্যক্তিকে ৮৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার নগরীতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে অভিযান পরিচালনা করেন চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও  স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন।
অভিযানে সুগন্ধা আবাসিক এলাকার তিনটি বাড়ির ছাদ বাগানে জমাটবদ্ধ পানির উৎস পাওয়ায় ভবন মালিকদের ২৫ হাজার টাকা ও জামালখান সানমান স্প্রিং গার্ডেনের বেইসমেন্ট ফ্লোরে এডিস মশার বংশ বিস্তারে জমাটবদ্ধ পানির উৎস পাওয়ায় ভবন মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অপর অভিযানে স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজনের নেতৃত্বে নগরের কোতোয়ালী থানাধীন নন্দনকানন ২নং গলি এলাকায়  ছয়টি বাড়ির ছাদ বাগানের টপে এডিস মশা বংশ বিস্তারে জমাটবদ্ধ পানির উৎস পাওয়ায় মালিকদের ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

Leave a Reply

Your email address will not be published.

     এই বিভাগের আরও খবর