আজ ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সিএমপি ইপিজেড থানার তৎপরতায় ছিনতাইকারী গ্রেফতার।

চট্টগ্রাম কন্ঠ : ডেক্স 

গত ০৮/১০/২২ইং তারিখ ১৯.৪৫ ঘটিকার সময় ইপিজেড থানা পুলিশের এসআই(নিঃ)/রানা চোধুরী তাহার সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় মোবাইল ডিউটি করাকালীন ইপিজেড থানাধীন খেজুর তলা সিডিএ মাঠের পশ্চিম পার্শ্বে গোলচত্বর (সুইচ গেইট) পাকা রাস্তার উপর অবস্থান করছিলেন।

ওই সময় পূর্বের পরিকল্পিত কিছু চিন্তাই কারী চিন্তাই করে পালিয়ে যাওয়ার সময় দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার ছিনতাইকারীকে হাতেনাতে ধরে ফেলে । জৈনিক ব্যক্তি মোঃ ইমন চৌধুরী (২০) এর নিকট হইতে একটি মোবাইল সেট, মূল্য অুনমান-২২,০০০/-(বাইশ হাজার) টাকা, ও নগদ-১০০০/-(এক হাজার) টাকা।

ছিনতাইকারী ১/মোঃ এরশাদ হোসেন সানি (৩০), ও ২। মোঃ রিপন (৩২)’দ্বয় ধারালো চাকু দিয়া জনৈক ব্যক্তিকে ভয়ভীতি প্রদর্শন করিয়া ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় পুলিশের এসআই(নিঃ) রানা চৌধুরী ও সঙ্গীয় ফোর্স উক্ত চিন্তায় কারীদের  ঘটনাস্থল হইতে গ্রেফতার করেন এবং ছিনতাইকারীদের নিকট হইতে ছিনতাইকৃত মালামাল উদ্ধার করেন।

এই সংক্রান্তে ইপিজেড থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

     এই বিভাগের আরও খবর