মোঃআলাউদ্দীন: চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম মহানগরীর আকবরশাহ থানাধীন মোস্তফা হাকীম বাগানবাড়ী এলাকায় অভিযান চালিয়ে চাঞ্চল্যকর জনি (২৪) হত্যা মামলার এজহারভুক্ত আসামী সাজ্জাদ (২০)’কে গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানাধীন হালিশহর হাউজিং এলাকায় আলোচিত ও চাঞ্চল্যকর মোঃ জনি (২৪) হত্যার ঘটনায় ভিকটিমের পিতা মোঃ নূর আলম (৪০), পিতা শফি ইসলাম, সাং- সবুজবাগ, খাঁনবাড়ী, থানা- হালিশহর, চট্টগ্রাম মহানগর বাদী হয়ে গত ০৬/০৫/২০২১ খ্রিঃ তারিখে চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন যার মামলা নং-০৩, তাং-০৬/০৫/২০২১ ইং। মামলা দায়ের হওয়ার পর থেকেই র্যাব-৭, চট্টগ্রাম ছায়াতদন্ত শুরু করে। ছায়াতদন্তের এক পর্যায়ে র্যাব-৭, চট্টগ্রাম জানতে পারে, উক্ত মামলার এজহারনামীয় একজন আসামী সাজ্জাদ (২০) চট্টগ্রাম মহানগরীর আকবরশাহ থানাধীন মোস্তফা হাকীম বাগানবাড়ী এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে অদ্য ১৭ মে ২০২১ ইং তারিখ ০০৩০ ঘটিকায় র্যাব-৭, চট্টগ্রাম এর একটি চৌকস আভিযানিক দল উল্লেখিত স্থানে অভিযান পরিচালনা করলে র্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্যরা ধাওয়া করে আসামী সাজ্জাদ (২০), পিতা-আকবর হোসেন, স্থায়ী সাং-কলাতলী, থানা-পটিয়া, জেলা-চট্টগ্রাম, বর্তমানে- বøক-আই, লেন-০৭, হালিশহর হাউজিং, থানা-হালিশহর, চট্টগ্রাম মহানগরী’কে আটক করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, সে চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানার উপরোল্লিখিত মামলার এজাহারভুক্ত পলাতক আসামী।
গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply