আজ ১৪ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ডাকাতি প্রস্তুত কালেই আটক ৫ ডাকাত।

চট্টগ্রাম কন্ঠ:ডেক্স

( টিএমপি ) আকবরশাহ্ থানাধীনার  অভিযানে লতিফপুর পাকা রাস্তার মাথা, ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের উপর হতে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও গুলি নিয়ে ডাকাতির প্রস্তুতিরত অবস্থায় ১। মাসুদ আলম প্রঃ হিরো (২৩), পিতা-মাহবুব আলম প্রঃ মোঃ শফি আলম প্রঃ শামসুল আলম, তেলিপাড়া, ভাটিয়ারী,  থানা-সীতাকুন্ড, ২। মানিক প্রকাশ সোহেল (৩২), পিতা-মৃত সোলায়মান, মাতা-জামাল খাতুন ,স্থায়ী: সাং-দ: ছলিমপুর, থানা-সীতাকুন্ড,৩। মুহাম্মদ সাজু (৩৪), পিতা-মৃত নজির আহম্মদ, মাতা- হোসনে আরা বেগম, গ্রাম-সলিমপুর, উত্তর ফকিরপাড়া, থানা- সীতাকুন্ড, ৪। মো: শামসুল আরেফিন খান প্র: হৃদয় (২৩), পিতা-মো: আকরাম খান, কাজীপাড়া, ফকিরহাট, থানা- সীতাকুন্ড, ৫। মোঃ শফিকুল ইসলাম কাজল (২৯), পিতা-মৃত সিরাজ উদ্দিন, মাতা-শিরিনা আক্তার, স্ত্রী-রেখা বেগম, সমাদার পাড়া, ছলিমপুর, থানা- সীতাকুন্ড,জেলা- চট্টগ্রাম-দের গ্রেপ্তার করে। 

এ সময় তাদের নিকট থেকে ৭টি মোবাইল সহ বিভিন্ন চোরাই  মালামাল উদ্ধার করা হয়। পরবর্তীতে ধৃত আসামীদের নিয়ে সোনাইছড়ি রোড এলাকা ও সীতাকুন্ড থানাধীন ভাটিয়ারী এলাকায় অভিযান পরিচালনা করে সর্বমোট ৪টি চোরাই  মোটরসাইকেল, ১টি দেশীয় তৈরি এলজি, ২ রাউন্ড কার্তুজ, ১টি Dell Laptop, ০৩টি ট্যাব, ২৩টি বিভিন্ন ব্রান্ডের মোবাইল সেট, ১টি স্টিলের ফোল্ডিং টিপ ছোরা, ১টি লোহার হ্যান্ড পান্স, ১টি মিনি জেনারেটর,৭টি রেইন বো রংয়ের কোটা, ১টি পুরাতন বৈদ্যুতিক চুলা, ১টি ভিশন কোম্পানীর এডজাষ্ট ফ্যান, ২টি ওয়ালটন কোম্পানীর স্ট্যাবিলাইজার, ১টি পুরাতন এয়ার প্রেসার মেশিন, ০৫টি বিভিন্ন মডেলের পুরাতন ওয়াটার প্যাম্প, ১১ কয়েল ক্যাবল, ২০টি বিভিন্ন মডেলের মোবাইল চার্জার, ২০ টি বিভিন্ন মডেলের চার্জার ক্যাবল, ১৭টি বিভিন্ন মডেলের এয়ার ফোন, ০৩টি হেডফোন, ০১টি মাল্টি প্লাগ, ২টি রিমোট, ৫টি ডাটা ক্যাবল, ৭টি কার্ড রিডার, ১৭টি পয়েন্ট কানেক্টর সহ বিপুল পরিমাণ চোরাই সন্দিগ্ধ মালামাল উদ্ধার করা হয়।  গ্রেপ্তারকৃত ১নং আসামী মাসুদ আলম ওরফে হিরো’র বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, অস্ত্র, মাদকসহ ১০টি মামলা, ২নং আসামী মানিক ওরফে সোহেলের বিরুদ্ধে ৩টি মামলা, ৩নং আসামী সাজু’র বিরুদ্ধে ৫টি মামলা, ৪নং আসামী শামসুল আরেফিন খান ওরফে হৃদয় এর বিরুদ্ধে ৪টি মামলা এবং ৫নং আসামী শফিকুল ইসলামের বিরুদ্ধে ২টি মামলা রয়েছে।আসামীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, টোল রোড ও লিংক রোডে পথচারী ও যাত্রীদের অস্ত্রের ভয় দেখিয়ে মালামাল লুন্ঠন করা ছাড়াও বিভিন্ন গৃহ ও দোকান থেকে মালামাল চুরির সহ বিভিন্ন অপরাধ জনিত কাজের সাথে লিপ্ত আছে বলে জানান পুলিশ।

Leave a Reply

Your email address will not be published.

     এই বিভাগের আরও খবর