আজ ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

পটিয়ায় বাসচাপায় অটোরিকশার ৬যাত্রী নিহত

জাহিদ হোসেন ( চট্টগ্রাম)

দিন দিন বেড়ে যাচ্ছে রোড এক্সিডেন্টের মৃত্যুর হার কিছুতেই থামছে না রোড এক্সিডেন্ট এর মাত্রা।

পটিয়ায় বাসচাপায় অটোরিকশার ৬ যাত্রী নিহত
চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার ছয় যাত্রী নিহত হয়েছেন। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে কমপক্ষে আরও ১০ জন আহত হয়েছেন।

পত্রিকা খুললে প্রথমেই চোখে পড়ে কোন না কোন জায়গায় সড়ক দুর্ঘটনার মৃত্যুর খবর যাতায়াতের ব্যবস্থা গুলো এখন যেন মৃত্যুর ফাঁদ হয়ে দাঁড়িয়েছে।

ঈদের আমেজ শেষ হওয়ার আগেই গত সোমবার (১১ জুলাই) রাত ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার কমল মুন্সীর হাটের অদূরে জলুয়ার দিঘীর পাড়ে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম জানান, যাত্রী নিয়ে একটি সিএনজি অটোরিকশা চন্দনাইশ উপজেলা থেকে পটিয়ার দিকে আসছিল। এ সময় কক্সবাজার থেকে নগর অভিমুখী একটি বাস পেছন থেকে অটোরিকশাকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। অটোরিকশার সব যাত্রীই মারা গেছেন। বাসের ৭-৮ জন যাত্রী আহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালাচ্ছে। এখন পর্যন্ত নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published.

     এই বিভাগের আরও খবর