আজ ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে ভুয়া ডাক্তার আটক (মেট্রিক পাস করে চক্ষু বিশেষজ্ঞ)

চট্টগ্রাম কন্ঠ : ডেক্স

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন বদ্দারহাটে সঞ্জয় কুমার নাথ (৪৮) নামে এক ভুয়া ডাক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাব বলছে, মূলত এসএসসি পাস করেন তিনি। তবে নিজেকে পরিচয় দিতেন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার ও সার্জন হিসেবে। এছাড়া নিজেকে এমবিবিএস, এমডি (অফ), এমইপিএফ (আমেরিকা) বলেও পরিচয় দিতেন তিনি। এভাবে প্রতারণার মাধ্যমে ১৬ বছর ধরে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় কাজ করে আসছিলেন তিনি। শনিবার (১৮ জুন) বদ্দারহাট মডার্ন ডায়াগনস্টিক সেন্টার নামের তার ব্যক্তিগত প্রতিষ্ঠান থেকে তাকে আটক করে র‌্যাব ৭। গ্রেপ্তার সঞ্জয় কুমার নাথ বহদ্দারহাটের হামজু মিয়া ম্যানসনের ৪০৩নম্বর বাসার জহরলাল নাথের ছেলে। বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার। চট্টগ্রাম কণ্ঠ কে তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মডার্ন ডায়াগনস্টিক সেন্টার নামে প্রতিষ্ঠান খুলে চিকিৎসার নামে নিরীহ রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছেন সঞ্জয় কুমার নাথ। ওই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। আটকের পর সঞ্জয় কুমার নাথ ‘ভুয়া ডাক্তার’ বলে স্বীকার করেছেন। তার চেম্বার তল্লাশি করে বিভিন্ন ধরনের ভুয়া ডাক্তারি সরঞ্জাম জব্দ করা হয়েছে। মো. নুরুল আবছার বলেন, সঞ্জয় কুমার নাথকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে এমবিবিএস, সার্জিক্যাল ডাক্তার সেজে নিরীহ রোগীদের অস্ত্রোপচারসহ বিভিন্ন জটিল রোগের ভুয়া চিকিৎসা দিয়ে প্রতারণামূলকভাবে অর্থ আত্মসাত করে আসছিলেন। র‌্যাবের এই কর্মকর্তা বলেন, তিনি স্থান পরিবর্তন করে ১৬ বছর ধরে রোগীদের সঙ্গে এমন প্রতারণা করেছেন। তিনি সমাজে পেশাদার ডাক্তার মর্যাদা ক্ষুণ্ন করেছেন। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

Leave a Reply

Your email address will not be published.

     এই বিভাগের আরও খবর