আজ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শাহ আমানত বিমানবন্দরে স্বর্ণের বারসহ একজনকে আটক।

আরাফাত চট্টগ্রাম

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে ১ কেজি ২৪৫ গ্রাম স্বর্ণ, ৯ কেজি সিসাসহ মো. মাসুদ রানা নামে দুবাইফেরত এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৬ জুন) সকাল ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওই যাত্রীকে আটক করা হয়। বিমানবন্দরে দায়িত্বরত একজন শুল্ক গোয়েন্দা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ১৪৮ ফ্লাইটে দুবাই থেকে আসা ওই যাত্রীকে চ্যালেঞ্জ করা হয়। এরপর তল্লাশি চালিয়ে ১ কেজি ২৪৫ গ্রাম স্বর্ণ ও ৯ কেজি সিসা পাওয়া যায়। এরপর তাকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়।

এ ঘটনায় ওই যাত্রীর বিরুদ্ধে কাস্টম আইন ও প্রচলিত আইনে মামলা এবং স্বর্ণ ও সিসা কাস্টমস কোষাগারে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published.

     এই বিভাগের আরও খবর