চট্টগ্রাম প্রতিনিধি : জাহিদ
চট্রগ্রাম আনোয়ারা থানা পুলিশ অভিযান চালিয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মামলার।
ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী মোহাম্মদ ছমির উদ্দিন প্রকাশ মুন্সী নেছার (২৯) কে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার (৯ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে এস.আই মোঃ নওফেল আলম সঙ্গীয় ফোর্সদের নিয়ে উপজেলার বারখাইন ইউনিয়নের গ্রামের বাড়ি শোলকাটা থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত নেছার মুন্সী ঐ এলাকার মোহাম্মদ আব্দুল্লাহ প্রকাশ আবুল কালাম ও সাগেরা খাতুনের পুত্র। গ্রেফতারকৃত ব্যক্তি নিজেকে আইনজীবি পরিচয় দিয়ে মামলা নিষ্পত্তির নামে সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ারও অভিযোগ রয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই মোঃ নওফেল আলম জানান, গ্রেফতারকৃত মুন্সী নেছার জায়গা-জমি সংক্রান্ত বিরোধ নিয়ে একই এলাকার মরহুম মোজাম্মেল হক চৌধুরীর পুত্র রাশেদুল হক চৌধুরীসহ পরিবারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছিল। নেছারের অত্যাচারে এ পরিবারটি অতিষ্ট হয়ে উঠেছিল। শেষ পর্যন্ত রাশেদুল হক চৌধুরী বাদী হয়ে মুন্সী নেছারের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনাল (ঢাকা) মামলা নং-৪৮৫/২০২০, ধারা-ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৫/২৯, যাহা সাইবার পিটিশন চট্টগ্রামের মামলা নং-১৭৯/২১ দায়ের করেন। মামলার পর থেকে আসামী মোহাম্মদ ছমির উদ্দিন প্রকাশ মুন্সী নেছার পলাতক থাকে। গত ৯ জুন বৃহস্পতিবার রাতে গ্রামের বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
Leave a Reply