মোহাম্মদ জাহিদ : চট্টগ্রাম
চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও আরামিট গ্রুপের চেয়ারম্যান এস এম আলমগীর চৌধুরীকে নাগরিক সংবর্ধনা দিয়েছে তৈলারদ্বীপ-বারখাইন নাগরিক সংবর্ধনা কমিটি।
উপজেলার ৬নং বারখাইন ইউনিয়নে বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করায় এলাকাবাসীর পক্ষ থেকেএই নাগরিক সংবর্ধনা দেওয়া হয় ।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি’র একান্ত সচিব রিদওয়ানুল করিম চৌধুরী সায়েম। তৈলারদ্বীপ-বারখাইন নাগরিক সংবর্ধনা কমিটির সভাপতি ক্যাপ্টেন নূর মোহাম্মদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন হেলালের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা আওয়ামিলীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃণাল কান্তি ধর, উপজেলা আওয়ামিলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুগ্রীব মজুমদার দোলনসহ ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামিলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply