আজ ১৪ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চট্টগ্রাম নিউ মার্কেট থেকে ১০০০ পিস ইয়াবাসহ ১ জনকে আটক করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।

চট্টগ্রাম রিপোর্টার: আরাফাত

দেশের প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন মহলের সংস্থাগুলোর সাথে তাল মিলিয়ে একযোগে মাদকের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।

তারিখ : ০৩-০৩-২০২২ইং ১৯০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের নিউমার্কেটে জিপিও গেইট দিয়ে ঢোকার সময় ম্যাক্সস এলাহী স্টোর নামের দোকানের সামনে থেকে এই ইয়াবা পাচারকারী কে আটক করা হয়।

আটককৃত ইয়াবা পাচারকারীর নাম মোহাম্মদ রুহুল আমিন ,পিতার মোঃ ইসলাম, মাতার সানজিদা বেগম, পটিয়া সোনামিয়া সদাগরের বাড়ি ডাকঘর পটিয়া:৪৩৭০ ওয়ার্ড নম্বর: ০৬ পটিয়া পৌরসভা থানা: পটিয়া জেলা: চট্টগ্রাম।

রুহুল আমিনের কাছে তার শরীরের বিভিন্ন অংশ চেক করে মোট ১০০০ পিস ইয়াবা জব্দ করা হয়। যার বাজার মূল্য আনুমানিক তিন লক্ষ টাকা। চট্টগ্রাম মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ডবলমুরিং সার্কেলের উপ-পরিদর্শক আব্দুল মতিন মিয়া বলেন ইয়াবা পাচারকারী রুহুল আমিন দীর্ঘদিন ধরে মাদক পাচারের সাথে জড়িত আমরা তাকে গোপন সংবাদের ভিত্তিতে কৌশলে আটক করা করেছি।

তিনি আরো বলেন ইয়াবা পাচারকারী রুহুল আমিনকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের পর চট্টগ্রাম কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

     এই বিভাগের আরও খবর