আজ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চট্টগ্রাম হালিশহর মইন্না পাড়া থেকে সাইকেল চোর গ্রেপ্তার।

হালিশহর রিপোর্টার (চট্টগ্রাম)

চট্টগ্রাম হালিশহর এলাকা থেকে প্রতিনিয়ত বিভিন্ন স্থান থেকে চুরি হয়ে যাচ্ছে বাইসাইকেল। জনগণ অতিষ্ঠ হয়ে বিষয়টি হালিশহর থানা কে অবগত করেন।
হালিশহর থানার অফিসার ইনচার্জ বিষয়টাকে গুরুত্বসহকারে নিয়ে বিভিন্ন জায়গায় তল্লাশি করতে থাকেন।
বিভিন্ন চুরির স্থানগুলো যাচাই-বাছাই করে এক সূত্র ধরে আজ হালিশহর মুন্না পাড়া এলাকা থেকে আলমগীর নামের এক সাইকেল চোরকে তিনটি বাইসাইকেল সহ আটক করে পুলিশ।
আলমগীর দীর্ঘদিন ধরে এই সাইকেল চুরির সাথে জড়িত তার আসল বাড়ি নোয়াখালী জিজ্ঞাসাবাদের পর জানা যায় সে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কৌশল সাইকেল চুরি করে নিয়ে এসে বিভিন্ন স্থানে বিক্রি করতো। চুরির পেশা তার দীর্ঘদিনের,।
বর্তমানে তাঁর নামে হালিশহর থানায় একটি মামলা রুজু করা হয়েছে এ ব্যাপারে থানার কর্তব্যরত অফিসারের কাছে জানতে চাইলে তিনি বলেন তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মূলত তার সাথে আরও কেউ জড়িত আছে কিনা। তিনি আরো বলেন সকলের প্রতি সতর্কতা মূলক বাণী হচ্ছে এটাই আপনারা পুরনো সাইকেল কেনার সময় অবশ্যই যাচাই-বাছাই করে কিনবেন না হয় পরে যেকোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন।

Leave a Reply

Your email address will not be published.

     এই বিভাগের আরও খবর