চট্টগ্রাম কণ্ঠ : ডেস্ক
‘জনগনের মুখপাত্র’ শ্লোগানে দৈনিক ভোরের দর্পণ
হিসেবে পরিচিত দুইযুগ ধরে।
বাস্তবরূপে বস্তুনিষ্ঠ,সত্য,ন্যায়,ও নীতিবাচক সারাজাগানো সংবাদ পরিবেশনে বহুল আলোচিত গণমাধ্যম হিসেবে। ভোরের দর্পণ আজ সারাদেশে কথায় নয় কাজেই পরিচিত কোটি জনতার হৃদয়ে ঠাঁই করে নিয়েছে। জনমনে ও জনস্বার্থে সংবাদ পরিবেশনে আস্থা ও বিশ্বাস স্থাপনা করে নিয়ছে সবার মাঝে।
সংবাদ পরিবেশনে দেশ ও মানুষের সেবায় সুনাম অর্জন করে অনন্য স্বনামধন্য ও জনগণের মুখপাত্র হিসেবে আজ পরিচিত তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে সবার কাছে।
এভাবে আলোকিত ও ডিজিটাল সোচ্চার বাংলাদেশ বিনির্মাণে জনমনে জনস্বার্থে মিশে থাকুক চীরকাল।বাস্তবচিত্রে সমাজের সর্বস্তরের প্রতিফলনে গনকণ্ঠের বজ্রপাতের ন্যায় উদ্যাম প্রতিবাদী দৈনিক ভোরের দর্পণের দীর্ঘায়ু,সাফল্য ও শুভকামনা রইল।
দুইযুগ ধরে ব্যপক আলোচিত দৈনিক ভোরের দর্পণ আরো জনপ্রিয় হয়ে জনগণের মাঝে বেঁচে থাকুক যুগযুগ ধরে জনতার আশা আকাঙ্ক্ষার প্রতিফলনে হৃদয়ের কেন্দ্রস্থলে।
Leave a Reply