মোহাম্মদ জুবাইর চট্টগ্রাম
চট্টগ্রাম জেলার রাংগুনিয়ার চাঞ্চল্যকর জিল্লুর ভান্ডারী হত্যা মামলার অন্যতম আসামী ও একাধিক হত্যা মামলার আসামী কিলার রঞ্জুকে পটিয়া বাইপাস মোড় হতে আটক করেছে র্যাব-৭, চট্টগ্রাম ।
র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদ্ঘাটন , অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃংখলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে ।
র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে ধর্ষক , চাঁদাবাজ , সন্ত্রাসী , ডাকাত , খুনি , বিপুল পরিমান অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার মাদক উদ্ধার ছিনতাইকারী অপহরণকারী মানবপাচারকারী ও প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগনের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে ।
গত ২১ জানুয়ারি ২০১৫ ইং তারিখে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানাধীন রানীরহাট প্রাথমিক বিদ্যালয় গেটের সামনে কতিপয় দুষ্কৃতিকারী জিল্লুর ভান্ডারী’কে গুলি করে নির্মমভাবে হত্যা করে । উক্ত ঘটনায় ভিকটিম এর ছোট ভাই মোহাম্মদ আজিম উদ্দিন চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া ধানায় একটি হত্যা মামলা দায়ের করেন যার মামলা নং- ০৯ ( ১ ) ১৫ , ধারা -৩০২ / ৩৪ দঃ বিঃ দায়রা মামলা নং -২১৬৪ / ১৭ এবং নং -০৮ / ১৫ , ধারা -৩০২ / ৩৪ দঃ বিঃ । উক্ত হত্যাকান্ডের ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যে সৃষ্টি হয় । পরবর্তীতে র্যাব-৭ , চট্টগ্রাম ঘটনা সাথে জড়িতদের গ্রেফতার এর লক্ষ্যে ব্যপক গোয়েন্দা নজরদারী , আধুনিক ও তথ্য প্রযুক্তি ব্যাবহার অব্যাহত রাখে নজরদারীর এক পর্যায় র্যাব-৭ , চট্টগ্রাম জানতে পারে যে , উক্ত মামলার পলাতক আসামী চট্টগ্রাম জেলার পটিয়া থানাধীন বাইপাস মোড়ে অবস্থান করছে । উক্ত তথ্যের ভিত্তিতে গত ০২ জানুয়ারি ২০২২ ইং তারিখ রাত ১০.৩০ ঘটিকায় র্যাব-৭, চট্টগ্রাম এর একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করলে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা কালে র্যাব সদস্যরা আসামী রমিজ উদ্দিন রঞ্জু , পিতা- মৃত শরাফত আলী , সাং- সাহেব নগর , থানা- রাঙ্গুনিয়া , চট্টগ্রাম’কে আটক করে । পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে উক্ত হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে ।
উল্লেখ্য যে , আসামীর বিরুদ্ধে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানায় ০৫ টি এবং রাঙ্গামাটি জেলার কোতয়ালী থানায় ০১ টি মামলাসহ মোট ০৬ টি মামলা রয়েছে ।
গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানায় হস্তান্তর করা হয়েছে ।
Leave a Reply