আজ ১৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সৎ ব্যবসা মানুষের জীবনের তাকওয়া বৃদ্ধি করে।

হুমায়ুন কবির হিরু (চট্টগ্রাম)

চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, বিশিষ্ট ক্রীড়া সংগঠক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর বলেছেন, সৎ ব্যবসা মানুষের জীবনের তাকওয়া বৃদ্ধি করে।

নবী মুহাম্মদ (সা.) প্রত্যেক ব্যবসায়ীকে সততার সহিত ব্যবসা করে জীবিকা নির্বাহ করার জন্য হাদীসে উল্লেখ করেছেন। সততার সাথে ব্যবসা পরিচালনা করলে লাভের সংখ্যা কম হলেও পরকালের জন্য নেক আমলের সংখ্যা বেশি হয় বলেও তিনি উল্লেখ করেন। আজ শুক্রবার (৩১ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরীর লালখান বাজারস্থ আমিন সেন্টারের দ্বিতীয় তলায় কাপড়ের শোরুম ‘ব্লু ড্রিম’ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

এ সময় বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক, রাজনীতিবিদ আবু মোহাম্মদ মহসীন চৌধুরী, রাজনৈতিক হাসান মুরাদ। দোকানের পরিচালকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, মামুন, মাহবুব, রিপন, ইব্রাহিম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবক আবু নাসের হোসেন চৌধুরী, ব্যবসায়ী জাহেদুল ইসলাম, মোঃ আব্দুল, মোঃ হারুন, মোঃ শাহনেওয়াজ প্রমুখ। এর আগে খতমে কোরআন মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।মিলাদ মাহফিল শেষে দোকানের সার্বিক মঙ্গল কামনা করে মুনাজাত পরিচালনা করেন।

Leave a Reply

Your email address will not be published.

     এই বিভাগের আরও খবর