আজ ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

আনোয়ারায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নৌকার মাঝি হলেন ৪ ইউনিয়নের চেয়ারম্যান  

আনোয়ারা রিপোর্টার: জাহেদুল ইসলাম

 আগামী ৫ জানুয়ারি ৫ম ধাপের ইউপি নির্বাচনে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪ ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হতে চলেছেন।  বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন অফিসার সাইয়েদ মোঃ আনোয়ার খালেদ।  তিনি বলেন, বৈরাগ, বারখাইন এবং চাতরী ইউনিয়নে দলীয় মনোনীত প্রার্থী ছাড়া কেউ চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দেয়নি আর বটতলী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী থাকলেও ঋণ খেলাপী’র দায়ে তার মনোনয়ন বাতিল হয়। 

পরবর্তীতে আপিল করেও তার মনোনয়ন ফিরে পাওয়া যায়নি। তাই এই ৪ ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হবেন বলে তিনি জানান।  বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যানরা হলেন,বৈরাগ ইউনিয়নে  নোয়াব আলী, বটতলী ইউনিয়নে অধ্যাপক এমএ মান্নান চৌধুরী, চাতরী ইউনিয়নে আফতাব উদ্দিন চৌধুরী সোহেল, বারখাইন ইউনিয়নে হাসনাইন জলিল চৌধুরী শাকিল।  এছাড়াও বাকী ৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

Leave a Reply

Your email address will not be published.

     এই বিভাগের আরও খবর