রিপোর্ট : হুমায়ুন কবির হিরু
শিক্ষিত দেশ শিক্ষিত সমাজ শিক্ষা দিয়ে গড়বো মোরা সমাজ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৪ই ডিসেম্বর শনিবার শিক্ষার মানোন্নয়ন এবং বিদ্যালয়ের উন্নয়নের লক্ষ্য নিয়ে চরকানাই বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
সকাল আটটা থেকে বিকাল ৪ টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলে,এদিকে অনুষ্ঠিত ম্যানেজিং কমিটির নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছে বলে জানান ভোটাররা।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা জানান শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে, ভোটাররা যাকে নির্বাচিত করুক না কেন স্কুলের উন্নয়নে নিজেকে শতভাগ উজার করে দেবেন এবং এই স্কুলকে একটি মডেল স্কুল হিসেবে রূপান্তরিত করবেন বলে জানান দাতা সদস্য বিশিষ্ট ব্যবসায়ী আবু সিদ্দিক।
এদিকে উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন স্কুল কমিটির সভাপতি শেখ নুরুল ঈমান চৌধুরী এবং নির্বাচনের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার মোঃ মাঈন উদ্দিন মজুমদার।