চট্টগ্রাম রিপোর্টার : মোঃ জুবায়ের
চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন ঝাউতলায় বাস-অটোরিক্সায় ট্রেনের ধাক্কায় পুলিশ সদস্যসহ দুইজন নিহত হয়েছেন। শনিবার (৪ ডিসেম্বর) সকাল ১১টায় এই দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও ১০ জন।
নিহতরা হলেন- সিএমপির ট্রাফিক পুলিশের কনস্টেবল মো. মনির হোসেন (৪০) ও পাঁচলাইশের হামজারবাগ এলাকার সৈয়দ সোহরাব হাসেনের ছেলে সৈয়দ বাহাউদ্দীন আহমেদ (৩০)। আহতদের মধ্যে দুইজনের নাম পাওয়া গেছে। তারা হলেন- খুলশীর ঝাউতলা এলাকার মৃত কফিল উদ্দীনের ছেলে আবুল হোসেন (৬৫) ও জমির হোসেন (৪৮)। তবে জমির হোসেনের পরিচয় জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান। তিনি বলেন, ঝাউতলা রেল ক্রসিংয়ে সিএনজিচালিত অটোরিক্সা ও বাসকে একটি একটি ডেমু ট্রেন ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুইজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজন অবস্থা গুরুতর। রেল গাড়ির ধাক্কায় সিএনজি আটোরিক্সাটি ধুমড়ে-মুচড়ে গেছে।