২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রাম আনোয়ারায় ৪ কোটি টাকার ইয়াবা আটক

প্রকাশিত হয়েছে-

চট্টগ্রামের আনোয়ারায় এক লাখ ২৮ হাজার ৫০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)। গ্রেপ্তার আবদুল মান্নান (৪৫) উপজেলার রায়পুর ইউনিয়নের খোর্দ্দ গহিরা গ্রামের মৃত ছালেহ আহমদের ছেলে।

শনিবার সকালে আনোয়ারা থানায় মামলা দিয়ে আসামিকে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) নিয়াজ মোহাম্মদ চপল।

তিনি বলেন, মাদক ব্যবসার খবর পেয়ে শুক্রবার সকাল ১১টার দিকে আনোয়ারা উপজেলার রায়পুর এলাকায় অভিযানে নামে র‌্যাব।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় আবদুল মান্নান নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

পরে তার বাড়ির খাটের নিচ থেকে ৩ কোটি ৯০ লাখ টাকা মূল্যের এক লাখ ২৮ হাজার ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আনোয়ারা থানার ওসি এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন, আজ শনিবার দুপুরে গ্রেপ্তার আবদুল মান্নানকে আদালতে পাঠানো হয়েছে।