চট্টগ্রাম কণ্ঠ : ডেক্স
বছর আগে চট্টগ্রামের ভাষায় নির্মিত ওয়েব সিরিজ ” চিটাইংগা জামাই ” দিয়ে ফুলোডি চ্যানেলের যাত্রা শুরু করে। কেবল বিনোদন নয় চট্টগ্রামের ভাবাবেগ, ঐতিহ্য, সংস্কৃতিকে নাটকে তুলে আনা এই চ্যানেলের উদৃশ্য। চিটাইংগা জামাইর সিজন-১ এ চারটি পর্ব ছিল এবার সিজন-২ তে আরো চারটি পর্বে রয়েছে দারুণ কুছু মুহূর্ত।
নাট্য নির্মাতা রিয়াদ বিন মাহবুবের রচনা এবং শাহীন স্বাধীনের চিত্রগ্রহন ও সম্পাদনায় এ পর্বেগুলেতে যারা অভিনয় করেছে বেশিরভাগই মঞ্চের প্রতিভাবান অভিনেতা। তারা হলেন- শাহীন চৌধুরী, মোঃ ফোরকান, শাহীনুর সরওয়ার,মোরশেদুল ইসলাম, রফিউল কাদের রুবেল,হাসান আজাদ, বিচিত্রা সেন, নাজমা আলী নিপা, সিমলা, আবু তাহের সাইমন, হুমায়ুন কবির, ইউনুস রানা, পৃথা পারমিতা।
শিঘ্রই ইউটিউবে দেখতে পাবেন মজার ওয়েব সিরিজ ” চিটাইংগা জামাই “