২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা অনুষ্ঠান

প্রকাশিত হয়েছে-

রাঙ্গুনিয়া রিপোর্টার


ধর্ম যার যার উৎসব সবার বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান কঠিন চীবর দান দানোত্তম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বপন বড়ুয়া। রবিবার (১৪ নভেম্বর) সকালের দিকে রাঙ্গুনিয়া বিদর্শন ভাবনা ও ভিক্ষু প্রশিক্ষণ কেন্দ্র পশ্চিম শিল্ক এ কঠিন চীবর দান অনুষ্টান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়া ভিক্ষু কল্যাণ তহবিলের সভাপতি ভদন্ত অজিতানন্দ মহাথের । কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠানে সুখবিলাস বাটাপাহাড় সার্বজনীন শালবন বিহারের অধ্যক্ষ ভদন্ত সুমনতিসস থের উপস্থিত ছিলেন।


প্রধান অতিথির বক্তব্যে বলেন, আমাদের প্রত্যেককে সহনশীল হতে হবে। অন্য সম্প্রদায়ের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। সম্প্রীতির মাধ্যমে সহিংসতা রোধে আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে। তিনি আরও বলেন, সকল ধর্ম ও বর্ণের মানুষ একযোগে কাজ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি।

কঠিন চীবর দান উপলক্ষে এ সব বৌদ্ধ বিহারে বুদ্ধ পুজা, পঞ্চশীল গ্রহণ, সংঘদান, অষ্ট পরিস্কার দান, পানীয় দান , কল্পতরু দানসহ সকল দানীয় বস্তু দান করেন। এসময় ধর্মীয় গুরুরা পূন্যার্থীর উদ্যেশ্যে ধর্ম দেশনা প্রদান করেন। তবে জগতের সকল প্রাণীর সুখ শান্তি ও মঙ্গল কামনা করা হয়। এ সময় ধর্মীয় আলোচনা করেন রাঙ্গুনিয়া ভিক্ষু কল্যাণ তহবিলের সভাপতি ভদন্ত অজিতানন্দ মহাথের । দায়ক দায়িকারা এসময় যে যার সাধ্যমত প্রদীপ প্রজ্জ্বলন, ফুল-ফল, ছোয়াইং (খাবার) প্রদান করে বৌদ্ধসহ ভান্তিদের কে তা দান করে। সন্ধ্যায় ভগবান বৌদ্ধের উদ্দেশ্যে আকাশে আকাশ প্রদীপ (ফানুস ) ওড়ানো।