২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

সিএনএ’র অভিন্ন প্রতিবেদনের বিষয়ে সরেজমিনে টেক্সটাইল এলাকায় পরিদর্শন যান মেয়র

প্রকাশিত হয়েছে-

চট্টগ্রাম কণ্ঠ : ডেস্ক

সিএনএ’র অভিন্ন প্রতিবেদনের বিষয়ে
সরেজমিনে টেক্সটাইল এলাকায় পরিদর্শন যান মেয়র
চট্টগ্রাম- ০৪ নভেম্বর’২১খ্রি.
সিএনএ’র অভিন্ন প্রতিবেদনর বিষয়ে আজ বুধবার বিকেলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী টেক্সটাইল এলাকায় সরেজমিনে পরিদর্শনে যান।

পরিদর্শনকালে তিনি বলেন, টেক্সটাইল এলাকায় চসিক কর্তৃক বরাদ্দকৃত জায়গা-যে দোকান ঘর নির্মাণ করা হয়েছে তা থাকবে কিন্তু কিছু কিছু জায়গায় দেখা যায় বরাদ্দের বাইরে ফুটপাতের উপর দোকান ঘর নির্মাণ করা হয়েছে। তা তিনি প্রত্যক্ষ করে চসিকের প্রধান প্রকৌশলী ও প্রধান রাজস্ব কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিক নির্দেশনা দেন।

তিনি বরাদ্দ বহির্ভূত অংশ ভেঙ্গে দেয়ার জন্য এবং ফুটপাতের অংশ যাতে কোন অবস্থাতেই দোকানের ভিতর আসতে না পারে সেজন্য প্রতিরোধ দেয়াল নির্মাণ করারও নির্দেশনা প্রদান করেন।

মেয়র বলেন, এটা জনসাধারণের চলাচলের পথ কোন ভাবেই জনসাধারণের চলাচলে অসুবিধা হয় এমন কোন সিদ্ধান্ত আমরা গ্রহণ করতে পারি না। সে সময় বরাদ্দ প্রাপ্ত ব্যবসায়ীগণ মেয়রের নির্দেশনা যথাযথভাবে পালন করবেন বলে জানান।