চট্টগ্রাম রিপোর্টার : মোহাম্মদ জুবাইর
অদ্য ২৯/১০/২০২১ ইং রাত ১০ ঘটিকার সময় বন্দর নগরী চট্টগ্রাম বাকলিয়া ১৭ নং ওয়ার্ড বড়াপুকুর পাড় ,নুর মিয়া বাপের বাড়ি সংলগ্ন মাস্টার জাফর স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় । অএ অলিম্পিক টুর্নামেন্ট খেলা বিগত মাসব্যাপী প্রায় ৪০টি টিম নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে অংশগ্রহণ করেন এতে খেলার শেষ প্রান্তে আজ রোজ শুক্রবার রাত ১০ ঘটিকার সময় ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। অত্র ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হন মমিন ফাউন্ডেশন রানারআপ ওয়াইজার পাড়া এবং প্রথম গোলদাতা শাহারিয়ার, আজ খেলা সমাপ্তি ঘটে অত্র মাস্টার জাফর স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের সভাপতিত্ব করেন আলহাজ্ব এ কে এম আরিফুল ইসলাম ডিউক, সাবেক সফল কাউন্সিলর ১৭ নং ওয়ার্ড পশ্চিম বাকলিয়া ও অত্র খেলার সঞ্চালনা করেন নূর মোহাম্মদ।
অত্র টুর্ণামেন্টে প্রধান অতিথি হিসেবে ছিলেন ডাক্তার শাহাদাত হোসেন বিশিষ্ট চিকিৎসক রাজনীতিবিদ ও সমাজ সেবক, এবং চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক , এতে বিশেষ অতিথি ছিলেন সিরাজুর রহমান ,সাধারণ সম্পাদক ১৭ নং পশ্চিম বাকলিয়া আংশিক সমাজ কমিটি, বিশেষ অতিথি মামুনুল ইসলাম মামুন সাবেক অধিনায়ক জাতীয় ফুটবল দল বাংলাদেশ। বিশেষ অতিথি গাজী সিরাজ চট্টগ্রাম মহানগর বিএনপি’র যুগ্ন আহবায়ক ও কামরুল ইসলাম সাবেক সাংগঠনিক সম্পাদক চট্টগ্রাম মহানগর বিএনপি, মোঃ আলমগীর হোসেন ,আরমান খান, রানা, নকীব তারেক ইমরান বাবু কাফি সবুর ,রিফাত, আরফাত, ইমরান, সূরাইন, জনি ,শাকিল , আলাউদ্দিন খোকনসহ আরো অনেকে।