আনোয়ারা রিপোর্টার : জাহিদ
চট্টগ্রামের আনোয়ারা ও কক্সবাজারে বজ্রপাতে এক কিশোর ও এক কৃষকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুজন। আনোয়ারায় ফুটবল খেলার সময় বজ্রপাতে মারা যান মো. ফোরকান (১৫)। টেকনাফে পানের বরজে কাজ করার সময় মারা যান কৃষক আলী আকবর (৫০)।
চট্টগ্রাম কণ্ঠ প্রতিনিধি জানান, শুক্রবার বিকালে উপজেলার রায়পুর ইউনিয়নে বজ্রপাতে মাদ্রাসা শিক্ষার্থী ফোরকানের মৃত্যু হয়। এ সময় আহত হন জাহানারা বেগম (৫৫) এবং মো. রাকিব (১৫) নামে দুজন। ঘটনার পর স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ফোরকানকে মৃত ঘোষণা করেন।
আহত জাহানারা বেগম ও রাকিবকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে যাওয়া হয়। নিহত ফোরকান রায়পুর গ্রামের খতিরবাপের বাড়ির মোহাম্মদ ইউসুপের ছেলে এবং একটি হেফজখানার শিক্ষার্থী। আহত রাকিব একই এলাকার মো. নাছিরের ছেলে এবং জাহানার বেগম দক্ষিণ সরেঙ্গা এলাকার আলী আকবরের স্ত্রী।