চট্টগ্রাম রিপোর্টার
নগরের জিইসি মোড়ের হোটেল পেনিনসুলায় বেইজমেন্টে আগুন লেগেছে। মঙ্গলবার (৫ অক্টোবর) ভোরে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
এ সময় ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় পুরো ফ্লোর।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আগ্রাবাদ ও চন্দনপুরা স্টেশন থেকে ৯টি গাড়ি ঘটনাস্থলে ছুটে আসে। সকাল সাড়ে ৯টায়ও আগুন নির্বাপণে কাজ করছিল ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের উপ পরিচালক নিউটন দাশ জানান, পেনিনসুলা হোটেলের বেইজমেন্টের কোল্ড স্টোরেজে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে রয়েছে।
আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানানো হবে বলে জানান এ কর্মকর্তা।