২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রাম বিআরটিএ ২১ দালাল গ্রেফতার।

প্রকাশিত হয়েছে-

চট্টগ্রাম কন্ঠ:ডেক্স

সেবাগ্রহীতাদের নানা কৌশলে আটকে বিআরটিএ কার্যালয়ে নানা কাজে বাগড়া বসাতো চট্টগ্রামের ২১ দালাল। এরপর অসাধু উপায়ে আদায় করতেন তারা সরকার নির্ধারিত ফি’র কয়েকগুণ অর্থ। এবার সেই দালালদের ধরে সাজা ও অর্থদণ্ড দিয়েছে বিআরটিএ ও জেলা প্রশাসনের তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তাদের মধ্যে একজনকে তিনদিনের কারাদণ্ড ও ২০ জনকে অর্থদণ্ড করা হয়।

রোববার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত র‍্যাব-৭ চট্টগ্রামের সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার মুক্তার বলেন, ‘বিআরটিএ কার্যালয়ে দালালদের ঠেকাতে অভিযান চালানো হয়। হাতেনাতে ২১ দালালকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের একজনকে তিনদিনের কারাদণ্ড এবং ২০ জনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।