চট্টগ্রাম রিপোর্টার: হুমায়ুন কবির হিরু
সেই ১৯৮৩ সালেএকঝাঁক তরুন, থেকে সকল ধরনের অসঙ্গতিপূর্ণ সকল কাজকে সমাজ থেকে বিতাড়িত করার লক্ষ্যে সামাজিক উন্নয়ন মূলক কাজ, গরীব-দুঃখী মানুষের সহযোগিতার সহ উন্নয়নমূকল কর্মকান্ডে সরাসরি অংশগ্রহণের প্রয়াস নিয়ে গঠন করেন শিখা সংসদ।
তারই ধারাবাহিকতায়
করোনা মহামারীর শুরু থেকেই উপজেলা প্রশাসন কতৃক সাবেক নিবাহী অফিসার জনাব মাহাবুব আলম মহোদয়ের আহ্বানে সাড়া দিয়ে শিখা সংসদের ২৫ জন সদস্য মহামারী মোকাবিলায় উপজেলা স্বেচ্ছাসেবক টিমের ব্যানারে কাজ শুরু করে।
স্বেচ্ছাসেবক টিমের কাজের অংশ হিসেবে তাদের কার্যক্রম সমূহ তুলে ধরা হলো-
- ফ্রি মাস্ক ও হ্যান্ডসেনিটাইজার বিতরণ।
- মহল্লা/গ্রামে করোনা প্রতিরোধে সচেতনতা মূলক প্রচারণা
- লকডাউন মানার জন্য সর্তকতামূকল মাইকিং ও মনিটরিং। এলাকার বাহির থেকে আসা ব্যক্তিদের ১৪ দিনের হোম কোয়ারান্টাইন নিশ্চিত করা।
*করোনার লক্ষণ থাকা ব্যক্তিকে করোনা টেস্ট সহযোগিতা করা।
*করোনা আক্রান্ত ব্যাক্তির বাড়ী/ঘর লকডাউন। - করোনা আক্রান্ত ব্যক্তির ও পরিবারকে লকডাউন থাকা অবস্থায় মেডিসিন ও পরিবারের সকলের খাদ্য নিশ্চিত করা।
- সরকারি ও বেসরকারি ত্রান সুষম বন্টনে সহযোগিতা করা।
শিখা সংসদের সদস্যদের নিজস্ব তহবিল হতে ১৫০ অসহায় পরিবার কে ১ সপ্তাহের খাদ্য তাদের বাড়িতে পৌছে দেয়া - মাননীয় প্রধানমন্ত্রীর ত্রান তহবিল হতে ইউনিয়ন পরিষদ কতৃক করোনায় আসহায় পরিবার গুলো যাচাই-বাছাই করে তাদের খাদ্যসরবরাহ নিশ্চিত করা।
- করোনায় মৃত ব্যক্তিদের দাফন করা।
- করোনায় আক্রান্ত ব্যাক্তিরা অক্সিজেন দরকার হলে ফ্রি অক্সিমিটার ও প্রয়োজন মোতাবেক অক্সিজেন সিলিন্ডার সেবা দেওয়া।
- করোনা প্রতিরোধে টিকা নেওয়ার জন্য জনসচেতনতা বৃদ্ধি করা।
- করোনা প্রতিরোধে টিকা নেওয়ার ক্যাম্পেইনের মাধ্যমে টিকার রেজিষ্ট্রেশন করা।
- করোনা প্রতিরোধে সকল ধরনের তথ্য দিয়ে করোনা আক্রান্ত পরিবার ও সকলকে সহযোগিতা করা।
এই সকল কাযর্ক্রম নিয়ে শিখা সংসদের প্রধান উপদেষ্টা জনাব ডাঃনূরুল আহসান ও সভাপতি জনাব শাহাদাৎ হোসেন রশিদ( চেয়ারম্যান ৫ নং ছয়ানী ইউনিয়ন)জানান সকল মহামারী, দূযোগে, দূব্রিপাকে স্বেচ্ছাসেবক টিম মানুষের পাশে থাকবে,বর্তমান সময়ে করোনার মহামারী আকার ধারণ করায় ছয়ানীর বিত্তবান মানবিক মানুষদের সহযোগিতায় ৩৫৯জন ব্যক্তিকে অক্সিজেন সেবা দিয়েছে।
প্রথমে এই সেবা ইউনিয়ন ভিত্তিক হলেও পরবর্তীতে পুরো নোয়াখালী লক্ষীপুর জেলায় কার্যক্রম চলমান মানুষের প্রয়োজনে স্বেচ্ছাসেবক টিম ২৪ ঘন্টায় সেবা দিতে প্রস্তুত
সকলের ভালোবাসা এবং দোয়া কামনায় স্বেচ্ছাসেবক টিম তাদের কার্যক্রম পরিচালনা করে যাবে। সমাজের সকল মানুষ তাদের আপনজন/পরিবার নিয়ে ভালো থাকুক।