২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

দক্ষিণ বাকলিয়া ছাত্রলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাত বার্ষিকী পালিত

প্রকাশিত হয়েছে-

চট্টগ্রাম রিপোর্টার: হুমায়ুন কবির হিরু

স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ১৯নং ওয়ার্ড দক্ষিন বাকলিয়া ছাত্রলীগের উদ্যোগে দোয়া মিলাদ মাহফিল ও শোক সভার আয়োজন করা হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন ১৯নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমতিয়াজ রাহাত ও সঞ্চালনা করেন ওয়ার্ড ছাত্রলীগ নেতা মোঃ আমানউল্লাহ।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রলীগের উপ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শফিকুল আলম পারভেজ, বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ওয়ার্ড যুবলীগ নেতা মোহাম্মদ আল-আমীন ইসলাম, বাকলিয়া থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক গিয়াসউদ্দিন রনি, লক্ষণ দাশ, ফাহিম চৌধুরী, আখতারুজ্জামান রানা, থানা ছাত্রলীগের সদস্য মোঃ সজীব। এতে আরো উপস্থিত ছিলেন ওয়ার্ড ছাত্রলীগ নেতা সাজিদ মাহিন, রাব্বি, শাকিল,তারেক,মোহাম্মদ জিসান সহ প্রমুখ।