চট্টগ্রাম রিপোর্টার : মুন্না
নগরীর চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথা এলাকায় নিয়মিত চেকপোষ্টে তল্লাশির সময় ১১ হাজার ১শত পিস ইয়াবা ও ভাঙ্গা ২০ গ্রামসহ দিল মোহাম্মদ (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার ( ১৫ আগষ্ট ) রাত পৌনে ১১টায় থাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দিল মোহাম্মদ কক্সবাজারে টেকনাফ ৩ নম্বর সদর ইউপি, মিঠা পানির ছড়া সামশুল আলমের বাড়ির সামশুলের ছেলে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান বলেন, কাপ্তাই রাস্তার মাথা চেকপোষ্টে সিএনজি গাড়িকে সন্দেহজনক হলে তল্লাশি করে ১১ হাজার ১শত পিস ইয়াবা ও ভাঙ্গা ২০ গ্রামসহ উদ্ধার করা হয়। মাদক চক্রের সঙ্গে যারা জড়িত প্রত্যেক কে আইনের আওতায় আনা হবে ।
গ্রেফতারকৃত- দিল মোহাম্মদ এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা ও রিমান্ডের আবেদন করা হয়েছে বলে জানাই পুলিশ ।