সারাদেশে যখন করোণা মহামারীতে মেঘাচ্ছন্নে ঢাকা সেই সুযোগে পেশাদার মাদক ব্যবসায়ীরা অনায়াসে প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে প্রতিনিয়তঃ চালিয়ে যাচ্ছে তাদের মাদকব্যবসা ।বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন কায়দায় তারা পরিচালনা করছে এই মাদক ব্যবসা।
গোপন সংবাদের ভিত্তিতে ০১-০৮-২০২০ ইং তারিখ রাত ০০:৩০ ঘটিকার সময় পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ হাসান ইমাম এর নেতৃত্বে পাহাড়তলী থানার টিম পাহাড়তলী থানাধীন অলংকার মোড় সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৭০০ পিস ইয়াবা সহ মনোয়ারা বেগম (৪১) কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে পাহাড়তলী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।