২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রাম মেডিকেল কলেজে নতুন আরো১১টি করোনা টিকার বুথ।

প্রকাশিত হয়েছে-

চট্টগ্রাম রিপোর্টার : তুহিন

দ্রুততম সময়ে আরও বেশি মানুষকে করোনাভাইরাসের টিকা দেওয়ার লক্ষ্য নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আরও ১১টি বুথ। এগুলোসহ মোট ২১টি বুথে অন্তত তিন হাজার টিকাপ্রার্থীকে প্রতিদিন টিকা দেওয়া যাবে বলে আশা করছে হাসপাতাল কর্তৃপক্ষ।

রোববার (১ আগস্ট) থেকে নতুন এই ১১টি বুথ চালু হবে।

করোনার টিকা দেওয়ার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে চারটি বুথ কাগজেকলমে থাকলেও ১১টি বুথ থেকে প্রতিদিন দেড় হাজার টিকা দেওয়া হচ্ছে। এই সংখ্যা আরও বাড়ানোর জন্য বুথ বাড়ানোর এই উদ্যেগ নেওয়া হয়েছে বলে জানান হাসপাতালের সহকারী পরিচালক (অর্থ ও ভান্ডার) ও কোভিড-১৯ কোর কমিটির ফোকাল পারসন ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী।

ডা. সাজ্জাদ বলেন, চমেক হাসপাতালে নিবন্ধিত ৮০ হাজার টিকাপ্রার্থীর মধ্যে ২৪ হাজার জনকে ইতিমধ্যে টিকা দেওয়া হয়েছে। এখনও বাকি আছে আরও ৫৬ হাজার নিবন্ধিত টিকাপ্রার্থী।

তিনি বলেন, প্রতিদিন যদি দেড় হাজার করেও টার্গেট ধরে এগোনো হয়, তাহলেও অনেকদিন সময় লেগে যাবে। তাই আগামী রোববার থেকে ২১টি বুথে প্রতিদিন তিন হাজার রোগীকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। সেক্ষেত্রে আমরা আশা করছি মাসদেড়েকের মধ্যেই বাকি টিকা প্রদান শেষ করতে পারবো।