২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

নগরীর আকবরশাহতে অস্ত্রসহ ৪ ডাকাত কে গ্রেপ্তার করেছে পুলিশ।

প্রকাশিত হয়েছে-

চট্টগ্রাম রিপোর্টার : সুজন


ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় নগরীর আকবরশাহ্ থানাধীন গোলাম আলী শাহ কবরস্থান লেইন জানাজার মাঠ সংলগ্ন এলাকা থেকে অস্ত্রসহ ৪ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় নগরীর আকবরশাহ্ থানাধীন গোলাম আলী শাহ কবরস্থান লেইন জানাজার মাঠ সংলগ্ন এলাকা থেকে অস্ত্রসহ ৪ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জানান আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির হোসেন।

গ্রেফতারকৃতরা হলো রাকিবুল হাসান জাহিদ (২১), মো. মাহফুজ (১৯), মো. সুজন (২১) ও জাহেদুল ইসলাম তানজিত প্রকাশ প্যাকেজ জাহেদ (২০)।

এসময় তাদের কাছে ১টি টিপ ছোরা, ১টি রাম দা, ১টি লোহার তৈরি খুন্তি ও ১টি কিরিচ পাওয়া যায়।

অভিযান পরিচালনাকারী এসআই টিকলু কুমার পাল জানান, ডাকাতির প্রস্তুতি গ্রহণকালে অস্ত্রসহ ৪ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।