চট্টগ্রাম রিপোর্টার : সুজন দাস
চট্টগ্রাম নগরীর খুলশীথানাধীন লালখান বাজারস্থ হাইলেভেল রোড এলাকায় সেলিম সাহেবের বিল্ডিং এর নিচতলা হতে মোটরসাইকেল চুরির ঘটনায় খুলশী থানায় মামলা দায়ের করেন মোটর সাইকেল এর মালিক।
খুলশীথানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান এর নির্দেশে এসআই আনোয়ার তার ফোর্স নিয়ে গোপন সংবাদ এর ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে নগরীর ওয়াসা মোড় সংলগ্ন হাইলেভেল রোড এলাকা হতে মোটর সাইকেল চোর সেন্ডিকেট এর সদস্য এজহারুল ইসলাম প্রকাশ জুয়েল কে গ্রেপ্তার করে।
আটককৃত আসামির স্বীকারোক্তিতে বেরিয়ে আসে আরো চোর সিন্ডিকেটের দুজনের নাম।
আটককৃত আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রাউজান থানা পুলিশের সহায়তায় রাউজান ফরেস্ট গেট এর সামনে থেকে উক্ত চুরির সাথে সম্পৃক্ত রবিউল হাসান রাকিব ও আবুল কালাম আজাদ প্রকাশ অভি নামের দুজন কে আটক করে পুলিশ।আটককৃত আসামিদের হেফাজতে থাকা ৩টি চোরাইকৃত মোটর সাইকেল উদ্ধার করে খুলশীথানা পুলিশ। আটককৃত আসামীগণ বিভিন্ন চোরাকারবারির সাথে জড়িত আছে বলে জানা যায় এবং তাদের বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় একাধিক মামলা চলমান রয়েছে।