১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

আনোয়ারায় মেয়াদউত্তীর্ণ ও অনুমতিবিহীন ঔষুধ রাখাই ফার্মেসিকে৭০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত হয়েছে-

চট্টগ্রাম রিপোর্টার : আলভিন

আনোয়ারা উপজেলায় ওষুধের দোকানে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত ওষুধ রাখা ও বিক্রির দায়ে ছয় ফার্মেসীর মালিককে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (২৭ জুন) বিকেলে উপজেলার চাতরী চৌমুহনী বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

এসময় চট্টগ্রাম ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক হোসাইন মোহাম্মদ ইমরান উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী জানান, মেয়াদোত্তীর্ণ ও অবৈধ ঔষধ বিক্রি বন্ধে অভিযান চালিয়ে মান বহির্ভূত ঔষধ, অনুমোদন বিহীন ঔষধ সংরক্ষণ, ঔষধের গায়ে লেখা নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট তাপমাত্রায় ঔষধ না রাখা, ফিজিসিয়ান স্যাম্পল বিক্রয়, মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়ের কারণে ছয় ফার্মেসীকে জরিমানা ও সতর্ক করা হয়েছে।