১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৮শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

কর্ণফুলীতে বেল্লাপাড়া ক্রসিং রাস্তার উপর বাজার না বসার নির্দেশ ।

প্রকাশিত হয়েছে-

জাহিদ হোসেন কর্ণফুলী

কর্ণফুলী থানাদিন বেল্লাপাড়া ক্রসিন দীর্ঘ বছর ধরে বসে আসছে পুরনো হাট। এলাকার প্রসিদ্ধ এ হাট টি মূলত বিকেলবেলা জমজমাট হয় তবে সড়ক বড় করাতে প্রদান সড়কের বাড়তি কোন জায়গা না থাকায় মূলত সড়কের দুই পাশেই বর্তমান বাজারটি বসে। সময়ের পাশাপাশি সবকিছু পরিবর্তন হওয়ায় কিছুটা দুর্ভোগে বাজারের ক্রেতা বিক্রেতা উভয়ে। তার প্রথম কারণ প্রধান সড়ক বড় হওয়াতে যান চলাচলের ব্যস্ততা তীব্র হারে বেড়ে গেছে।মহাসড়ক এর উপর  বাজার বসানোর ফলে কোনভাবে যেন যানজট সৃষ্টি না হয় সেজন্য উপজেলা প্রশাসন কর্ণফুলী এর উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়।

এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কর্ণফুলী জনাবা রয়া ত্রিপুরা। অভিযান পরিচালনাকালে মহাসড়কের উপর বাজার না বসানোর জন্য নির্দেশনা প্রদান করা হয় এবং নির্দেশনা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে জানানো হয়।