৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

নগরীর হালিশহর থেকে ইয়াবা সহ এক যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

প্রকাশিত হয়েছে-

চট্টগ্রাম কন্ঠ: ডেক্স 

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (বন্দর-পশ্চিম) বিভাগের
গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানাধীন এস ক্লাব মোড়স্থ আল জাজিরা ফার্মেস্যার সামনে থেকে ৫০০ পিস ইয়াবাসহ মাদকব্যবসায়ী উমর ফারুক (৪০)-কে গ্রেফতার করেন। ধৃত আসামিকে জিজ্ঞাসাবাদে একপর্যায়ে তার নিজ বাসায় আরো মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট আছে মর্মে স্বীকার করে। তার স্বীকারোক্তি মোতাবেক তাকে সঙ্গে নিয়ে তার হালিশহরনাবাসিক এলাকার বি ব্লকস্থ ৪ নং রোডের ২ নং লেনের নিজ বাসায় অভিযান পরিচালনা করে আরও ১,৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিএমপির হালিশহর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।