১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

রাউজান সরকারি কলেজে বেসিক কোর্সের মহাতাঁবু জলসা।

প্রকাশিত হয়েছে-

চট্টগ্রাম প্রতিনিধি, জাহিদুল ইসলাম।

বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম জেলা রোভারের ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের পরিচালনায় রাউজান সরকারি কলেজে ২৩- ২৭ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে ৯০তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স। ২৭ অক্টোবর রাতে কোর্সের মহা তাঁবুজলসার উদ্বোধন করেন বাংলাদেশ স্কাউটসর লিডার ট্রেনার প্রফেসর মো. ফজলুল কাদের চৌধুরী। প্রধান অতিথি ছিলেন বাকলিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জসিম উদ্দিন খান।প্রধান স্কাউট ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা রোভারের কমিশনার অধ্যক্ষ জসীম উদ্দীন।বিশেষ স্কাউট ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা রোভারের কোষাধ্য মোহাম্মদ রুহুল আমীন খান। কোর্স লিডার এস এম আফজর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাউজান সরকারি কলেজের অধ্যক্ষ সেলিম নাওয়াজ চৌধুরী, চট্টগ্রাম জেলা রোভারের সহকারী কমিশনার প্রফেসর মো. আবুল হাসেম চৌধুরী, সহকারী কমিশনার মো. ওমর ফারুক। স্বাগত বক্তব্য রাখেন জেলা রোভারের সহযোজিত সদস্য মোহাম্মদ খালেদুর রহমান, প্রশিক্ষকদের পক্ষে বক্তব্য দেন চট্টগ্রাম মেট্রোপলিটন জেলা স্কাউটস এর জেলা স্কাউট লিডার মো. রেজাউল করিম। রোভারদের পক্ষে বক্তব্য রাখেন ঢাকা কলেজের তুষার আহমেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সস্তিকা সচি পুজা। চট্টগ্রাম জেলা রোভারের ডিআরএসএল এস,এম, হাবিব উল্লাহ হিরুর সঞ্চলনায় মহা তাঁবুজলসা অনুষ্ঠানে অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আনোয়ারুল ইসলাম, চট্টগ্রাম জাতি-তাত্ত্বিক জাদুঘরের উপ- পরিচালক ড. মো. আতাউর রহমান, চট্টগ্রাম জেলা স্কাউটস এর সম্পাদক সেলিম উদ্দিন, রাউজান উপজেলা শিক্ষা অফিসার আব্দুল কুদ্দুস, রাউজান সরকারি কলেজ শিক পরিষদের সম্পাদক শওকত উদ্দিন ইবনে হোসেন, যুগ্ম সম্পাদক জহুরুল আলম জীবন, সৈয়দা সেলিমা কাদের চৌধুরী ডিগ্রি কলেজের রোভার স্কাউট লিডার বিইউএম এমরান চৌধুরী, হাটহাজারী সরকারি কলেজের রোভার স্কাউট লিডার মো. সাইফুদ্দিন চৌধুরী, গহিরা কলেজের রোভার স্কাউট লিডার জামশেদ হোসাইন, রাউজান উপজেলা স্কাউটসের সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ।