২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

দুর্বৃত্তদের মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল চান্দগাঁও থানার (এএস আই) সালাউদ্দিনের

প্রকাশিত হয়েছে-

চট্টগ্রাম রিপোর্টার

চট্টগ্রামের চান্দগাঁওয়ে মাইক্রোবাসের চাপায় কাজী মো. সালাউদ্দিন নামের পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। শুক্রবার (১১ জুন) ভোরে চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে মাসুম নামের এক কনস্টেবলও আহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার পরিদর্শক (তদন্ত) রাজেশ বড়ুয়া। তিনি বলেন, চোলাই মদ পরিবহন করা হচ্ছে এমন গোপন খবরের ভিত্তিতে একটি মাইক্রোবাসকে থামার সংকেত দেয় পুলিশ।

এ সময় মাইক্রোবাসটি না থেমে এএসআই সালাউদ্দিনকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সালাউদ্দিনের মৃত্যু হয়েছে। আহত কনস্টেবল মাসুমকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।