২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দেয়াল চিত্র অংকনে হালিশহর ক্যান্ট: পাবলিক স্কুল এন্ড কলেজ।

প্রকাশিত হয়েছে-

চট্টগ্রাম কণ্ঠ: ডেস্ক

গত শনিবার ৩১ আগষ্ট হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ছাত্র ছাত্রীদের উপস্থিতিতে দেওয়ালে ছবি আঁকা আঁকির আয়োজন করা হয়েছে ।সারাদেশে স্বৈরশাসকে অভুথানের পর ছাত্র ছাত্রীরা নিজেদের শৈল্পিক প্রতিভা ছবি আঁকার মাধ্যমে রাস্তার আশেপাশে এবং স্কুলের দেওয়ালগুলো প্রকাশ করছে। আসলেই অতুলনীয় এই উদ্যোগ । দেশে যেনো এক নতুন চেতনা, নতুন প্রজন্মের Zen – Z এর বহিঃপ্রকাশ। দেয়ালে আঁকা আঁকিতে ছাত্র-ছাত্রীদের পাশে সার্বক্ষণিক তত্ত্বাবধানে ছিলেন হালিশহর ক্যান্টনমেন্টের সিনিয়র শিক্ষক ইশতিয়াক স্যার এবং সাথে ছিলেন নবম শ্রেণির সাদিয়া,তুবা,রাইসা,সানজিদা,মুনতাহা টিয়া,ফাহিম,মুনতাসির,রায়হান,আদিব
অষ্টম শ্রেণির আকিফ সপ্তম শ্রেণীর লাবিব,মোস্তফা,জারিন,লামিয়া,ফাহিমা,রুমাইসা,রামিসা,দশম শ্রেণির ফারিফতা,লুবনা,সাফওয়ান,সোহা,ফাইরুজ, তন্ময় সহ আরো অনেকেই।