২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামে চোরাই বিটুমিনসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

প্রকাশিত হয়েছে-

চট্টগ্রাম কন্ঠ ডেক্স।

চট্টগ্রামে লরি ভর্তি ১২ মেট্রিক টন চোরাই বিটুমিন উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় জড়িত দুই চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে।
তারা হলেন, লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার দত্তপাড়া গ্রামের গোপাল চন্দ্র দে’র ছেলে সুমন চন্দ্র দে (৩৮) এবং ভোলা জেলার সদর থানার মেউদ্দা গ্রামের সিরাজ ব্যাপারীর ছেলে মো. আবদুল্লাহ ওরফে আজিজ (৪০)।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাতে চট্টগ্রাম সদরঘাট থানার দক্ষিণ নালাপাড়া এলাকার এক গোডাউন থেকে লরিটি জব্দ করা হয়। শুক্রবার (২৬ এপ্রিল) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে র‌্যাব।
র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার জাগো নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চোরাই ১২টন তরল বিটুমিন ভর্তি একটি লরি উদ্ধার করা হয়।
গ্রেফতার দুই চোরাকারবারি জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন ধরে সরকারি এবং বেসরকারি বিভিন্ন সংস্থার গাড়ি থেকে অবৈধভাবে চোরাই বিটুমিন সংগ্রহ এবং তা পরে অপেক্ষাকৃত কম মূল্যে পাইকারি ও খুচরা বিক্রি করতেন। জব্দকৃত বিটুমিনের আনুমানিক মূল্য ১২ লাখ টাকা বলে জানিয়েছে র‌্যাব।