২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

মহানগর গোয়েন্দা অভিযানে ২৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক ০১জন ।

প্রকাশিত হয়েছে-

জাহিদ হোসেন কর্ণফুলী

মহানগর গোয়েন্দা (বন্দর ও পশ্চিম) বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব মুহাম্মদ আলী হোসেন মহোদয়ের সার্বিক দিক-নিদের্শনায়, অতিঃ উপ-পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ সামীম কবীর ও সহকারী পুলিশ কমিশনার জনাব কাজী মোঃ তারেক আজিজের তত্ত্বাবধানে, এসআই মোঃ রাজিব হোসেন, এসআই রবিউল ইসলাম, এএসআই মোঃ সাইফুল ইসলাম মুন্সী সঙ্গীয় ফোর্সসহ ০৯/০৮/২০২৩ খ্রিঃ গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানাধীন নতুন ব্রীজ এলাকায় অভিযান পরিচালনা করে ২৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ বদিউল আলমকে গ্রেফতার করেন।গ্রেফতারকৃত ব্যক্তি জব্দকৃত ইয়াবা ট্যাবলেট গুলো কক্সবাজার এলাকা থেকে কম দামে ক্রয় করে বেশি দামে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ দখলে রেখেছিলো মর্মে প্রাথমিক তদন্তে জানা যায়।