১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

আনোয়ারা উপজেলা চেয়ারম্যানের জন্মদিন উদযাপন

প্রকাশিত হয়েছে-

মোহাম্মদ আলবিন চট্টগ্রাম

আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদ এসোসিয়েশন চট্টগ্রাম জেলার সভাপতি এবং স্বাধীন চেতনা প্রজন্ম ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠোপোষক তৌহিদুল হক চৌধুরীর শুভ জন্মদিন উদযাপন করা হয়েছে।

সোমবার (২৮ নভেম্বর) বিকেলে এই উপলক্ষে চট্টগ্রাম লালদিঘিস্থ জেলা পরিষদের অস্থায়ী কার্যালয়ে কেক কাটা হয়। এবং বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক ব্যক্তিবর্গের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার এম ইসলাম আহমেদ, জাতীয় দৈনিক একুশে সংবাদ এর সহযোগী সম্পাদক এম এ সবুর, আঃ লীগ নেতা নজরুল আনচারী মুজিব, জাহিদুল হক, খোরশেদুল আলম, সিকদার, মোহাম্মদ শফি, উপজেলা আঃ লীগের মহিলা নেত্রী হামিদা আক্তার, যুবলীগ নেতা ফোরকান, টিপু সুলতান, চট্টগ্রাম সিটি কলেজ ছাত্র লীগের আহ্বায়ক কমিটির সদস্য আলাউদ্দিন খান, সাংবাদিক আলভীন মোহাম্মদ মঈনুদ্দিন চৌধুরী, স্বাধীন চেতনার প্রজন্ম ফাউন্ডেশনের সভাপতি ফরহাদুল ইসলাম, সম্পাদক জাহিদ হাসান হৃদয়, দপ্তর সম্পাদক নুরুল আলম, প্রচার সম্পাদক মোঃ ইকবাল প্রমুখসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।