২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

কর্ণফুলী উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা: বিভিন্ন অনিয়মে ২ লক্ষ টাকা জরিমানা।

প্রকাশিত হয়েছে-

এম আর আর, মামুন কর্ণফুলী

কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের মইজ্জ‍্যারটেকে অবস্থিত হক্কানী কর্পোরেশন লিমিটেড কারখানায় অভিযান পরিচালনা করে কর্ণফুলী উপজেলা প্রশাসন। এই সময় উক্ত কারখানাকে ২ লক্ষ টাকা অর্থদণ্ড করা হয়।

আজ ২১ অক্টোবর শুক্রবার সকাল ১১ টায় এই অভিযান পরিচালনা করে কর্ণফুলী উপজেলা প্রশাসন, অভিযান পরিচলনাকালে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা প্রশাসনের নির্বাহী অফিসার ও ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা সহকারী ম্যাজিস্ট্রেট (ভূমি) পীযূষ কুমার চৌধুরী। অভিযান পরিচালনারকালে সাংবাদিকদের জানান দীর্ঘদিন যাবত উক্ত প্রতিষ্ঠান মৎস্য ও মুরগির খাদ্য উৎপাদন করে আসলেও উক্ত প্রতিষ্ঠানের মৎস্য ও পশু অধিদপ্তরের কোন লাইসেন্স ছিল না।
খাদ্য উৎপাদনকালে পরিত্যক্ত যে তেল বের হয় তা বিক্রি করা হচ্ছে উন্মুক্ত বাজারে যা মানুষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর যার কারণে উক্ত প্রতিষ্ঠানকে ২ লক্ষ টাকা নগদ অর্থদণ্ড প্রদান করা হয়।
কারখানার সুষ্ঠু পরিবেশ বজায় না রেখে আবারও উৎপাদনে গেলে উক্ত প্রতিষ্ঠানকে সিলগালা বা বন্ধ করে দেওয়ার ঘোষণা দেন সহকারী ম্যাজিস্ট্রেট পীযূষ কুমার চৌধুরী।