মোহাম্মদ জুবাইর চট্টগ্রাম
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র ও মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা‘র ছোট ভাই শেখ রাসেল এর ৫৯ জর্ন্মদিন উপলক্ষে কদম মোবারক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে শেখ রাসেল কর্ণার, লাইব্রারী, দেওয়ালিকা উদ্ধোধন, পুষ্পস্থপক অর্পণ, কেক কাটা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত
১৮/১০/২০২২ ইং তারিখ সকাল ১০টা কদম মোবারক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাঙ্গণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র ও মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা‘র ছোট ভাই শেখ রাসেল এর ৫৯ জর্ন্মদিন উপলক্ষে কদম মোবারক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে শেখ রাসেল কর্ণার, লাইব্রারী, দেওয়ালিকা উদ্ধোধন, পুষ্পস্থপক অর্পণ, কেক কাটা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠান বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ইমরান হোসেন জুয়েল। এতে প্রধান অতিথি ছিলেন ৩২নং আন্দরকিল্লা ওয়ার্ড কাউন্সিলর জহরলাল হাজারী এবং বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাব এর সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, মহিলা কাউন্সিলর রুমকি সেনগুপ্তা, ছাত্রনেতা তারেক হায়দার বাবু, আজিম শরীফ-রওশান আরা ফাউন্ডেশন এর পরিচালক এডভোকেট সাজ্জাদ শরীফ রাসেল। এতে সহকারি শিক্ষক তনিশ্রা সেন এর সঞ্চাচালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক ও সদস্য সচিব মনোয়ারা আখতার। এই সময় উপস্থিত ছিলেন জয়নাব বেগম, কোহিনুর আখতার, শামীমা আখতার, রুবেল বড়–য়া, মনিল, শিক্ষক শিখা রানী শীল, শামসুন নাহার রুবা,নাসরিন আখতার, মামুনুর রশিদ,কোতোয়ালী থানা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মো. শাহজাহান প্রমুখ। বক্তরা বলেন, ছোট রাসেলের হৃদয়জুড়ে ছিল মানুষের জন্য ভালোবাসা। তার স্বপ্ন ছিল বড় হয়ে মানুষের সেবায় নিজেকে উজাড় করে দেবে। দেশের প্রেসিডেন্টের সন্তান হয়েও একদম সাদামাটা জীবন ছিল শেখ রাসেলের।‘ঘাতকের বুলেট শেখ রাসেলকে স্বপ্ন বাস্তবায়নের সুযোগ দেয়নি। তবে ঘাতকেরা তার স্বপ্নকে হারাতে পারেনি। এ সময়ের লাখো শিশুর মাঝে আরও উজ্জ্বল হয়ে টিকে আছে শেখ রাসেলের স্বপ্নের বাংলাদেশ। শেখ রাসেল কর্ণার, লাইব্রারী, দেওয়ালিকা উদ্ধোধন, শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্থপক অর্পণ, কেক কাটা, পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। ১৫আগস্ট বঙ্গবন্ধু সহ নিহত সকলের মাগফিরাত ও মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মুনাজাত করেন হাফেজ মোঃ হাবিবুর রহমান। দোয়া মুনাজাত শেষে থানা পর্যায় শ্রেষ্ঠ বিদ্যালয় পরিচানার সভাপতি নির্বাচিত হওয়া অত্র বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ইমরান হোসেন জুয়েলকে অতিথিবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিন্দন জানানো হয়।