মোহাম্মদ মাসুম চট্টগ্রাম
চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচনে মোট ভোটের ৯৮% ভোটের মধ্যে ৯৪% পেয়ারুল’র ভাগে। মাত্র ৪%ভোট পেয়েছেন অন্য প্রার্থী।মাত্র ৩৪জন ভোটার ছাড়া সবাই ভোট দিয়েছে।২৫৬৭ ভোটে জয়ী হলেন চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান পেয়ারুল।
আজ সোমবার (১৭অক্টোবর) ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামান।
নির্বাচনে মোট ভোটারের ৯৮ দশমিক ৭৫ শতাংশ ভোটার উপস্থিতিতে ৯৪শতাংশ পেয়েছেন এটিএম পেয়ারুল ইসলাম। তিনি পেয়েছেন ২ হাজার ৫৬৭ ভোট। তিনি বিপুল ভোটে চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন যা কিনা চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে নতুন রেকর্ড ও চমক।
রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামান বলেন,১৫টি কেন্দ্রে ২ হাজার ৭৩০ ভোটারের মধ্যে ২ হাজার ৬৯৬ জন ভোট দিয়েছেন। ভোটার উপস্থিতি ছিল ৯৮ দশমিক ৭৫ শতাংশ। এর মধ্যে আনারস প্রতীক নিয়ে এটিএম পেয়ারুল ইসলাম ২ হাজার ৫৬৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
মোটরসাইকেল প্রতীক নিয়ে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নারায়ণ রক্ষিত পেয়েছেন ১২৪ ভোট। মাত্র ৩৪জন ছাড়া সবাই ভোট দিয়েছেন বলে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা তথ্য সূত্রে জানা যায়।