২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

পতেঙ্গা কাঠগড় কালী মন্দিরের পাশে ড্রাম ভর্তি অজ্ঞাত নারীর লাশ উদ্ধার।

প্রকাশিত হয়েছে-

চট্টগ্রাম কন্ঠ: ডেক্স 

নগরীর পতেঙ্গা থানাধীন ৪০নং উত্তর পতেঙ্গা ওয়ার্ডের কাঠগড় কালী মন্দিরের পাশে ড্রাম ভর্তি অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

১৩অক্টোবর, বৃহস্পতিবার আনুমনিক সময় সন্ধ্যা ৭টা থেকে সাড়ে৭টার মধ্যে শহর থেকে পতেঙ্গা সমূদ্র সৈকতগামী কালো রঙের প্রাইভেটকার কিংবা মাইক্রোবাস-হাইস গাড়ী করে নীল কালারের ব্রান্ড নিউ ড্রামভর্তি অজ্ঞাত নারীর লাশ টি কেউ বা কারা পেলে গেছে বলে ঘটনাস্থলে উপস্থিত থাকা পুলিশ সদস্য ওপথচারীরা প্রাথমিকভাবে ধারনা করছেন।

মোবাইলে খবর পেয়ে পতেঙ্গা মডেল থানার পুলিশ টিম এসে নীল কালারের ড্রামভর্তি অজ্ঞাত নারীর লাশটি উদ্ধার করেছে। ঘটনাস্থলে নিকটে গিয়ে রাতে ৮টার সময় নতুন ড্রামভর্তি অজ্ঞাত নারীর কয়রী কালারের সেলোয়ার/থ্রিপিচ পড়া অবস্থায় লাশ টি পথচারীরা দেখতে পেয়ে পুলিশ কে খবর দেয়।

এই ব্যাপারে পতেঙ্গা থানার অফিসার ইনচার্জ এর কাছে জানতে চাইলে তিনি বলেন লাশের ব্যাপারটা তিনি জানেন তবে এ ব্যাপারে তদন্ত করা হচ্ছে আমরা চেষ্টা করছি লাশের পরিচয় সনাক্ত করার জন্য।