২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

সিএমপির ট্রাফিক যানজট নিরসনে পুরস্কৃত ১০সার্জেন্ট

প্রকাশিত হয়েছে-

মোহাম্মদ মাসুদ(চট্টগ্রাম)

ধর্মীয় তিনটি বড় উৎসবে যানজট নিরসনে পুরস্কৃত ১০ জন সার্জেন্ট।ঈদে মিলাদুন্নবী,শারদীয় দূর্গাপূজা এবং প্রবারণা পূর্ণীমায় যানজট নিরসনে সুষ্ঠু ও সঠিক ট্রাফিক ব্যবস্থাপনা প্রয়োগ করে সঠিকভাবে ট্রাফিক ডিউটি পালন করায় মাসিক কর্মদক্ষতা মূল্যায়নে পুরস্কৃত করা হয়েছে।

১১ অক্টোবর মঙ্গলবার দুপুরের ট্রাফিক উত্তর বিভাগ কার্যলয়ে দশজন সার্জেন্টকে পুরস্কার তুলে দেন ট্রাফিক উত্তরের উপ পুলিশ কমিশনার জয়নুল আবেদীন।

তিনি বলেন, ট্রাফিক উত্তর বিভাগে কর্মরত সার্জেন্টদের মাসিক কর্মদক্ষতা মূল্যায়ন এবং তিনটি বড় ধর্মীয় উৎসবে যানজট নিরসনে সুষ্ঠু ও সঠিক ট্রাফিক ব্যবস্থাপনা প্রয়োগ করে। তিনি আরও বলেন,ট্রাফিক উত্তর বিভাগের নিজস্ব কল্যাণ তহবিল থেকে কনস্টেবল ও অফিসারদের মধ্যে পরিবারের চিকিৎসা বাবদ আর্থিক অনুদান প্রদান করা হয়।

সঠিকভাবে ট্রাফিক ডিউটি পালন করায় ১০ জন সার্জেন্টকে মূল্যায়ন করে প্রথম ৩জন সার্জেন্টকে শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার হিসেবে ক্রেস্ট শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।