২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামের ২১ টি চেকের মামলার ব্যবসায়ীকে ঢাকা থেকে গ্রেফতার

প্রকাশিত হয়েছে-

চট্টগ্রাম কন্ঠ:ডেক্স

২১টি চেক প্রতারণা মামলায় তোফাজ্জল হোসেন (৬২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ডবলমুরিং থানা পুলিশ।

সোমবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ঢাকার রামপুরা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. তোফাজ্জল হোসেন শেরপুরের চরখার চর এলাকার মো. সুরুজ আলীর ছেলে।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াৎ হোসেন বলেন, ‘নগরীর আগ্রাবাদ এলাকায় জীবন বীমা ভবনে মেসার্স চট্টলা বোরিং নামে একটি প্রতিষ্ঠান পরিচালনাকারী তোফাজ্জল লোকজনের কাছ থেকে টাকা গ্রহণ করে চেক প্রদান করে আসছিলেন।একই ব্যক্তির বিরুদ্ধে দীর্ঘ দিন ধরে একই অভিযোগ ছিল। তিনি ২১ মামলায় পরোয়ানাভুক্ত আসামি ছিলেন। তথ্য প্রযুক্তির সহায়তায় তার মুভমেন্ট আমরা পর্যবেক্ষণ করছিলাম অনেক দিন ধরে। তাকে ঢাকার রামপুরা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।’