২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রাম জেলা প্রশাসকের উদ্যোগে জাতীয় শোক দিবস উদযাপন।

প্রকাশিত হয়েছে-

চট্টগ্রাম কন্ঠ : ডেক্স

বন্দরনগর চট্টগ্রামে জেলা প্রশাসক এবং প্রশাসনের উদ্যোগে বনাট্য রেলি ও বিভিন্ন অনুষ্ঠানিকতার মাধ্যমে জাতীয় শোক দিবস পালিত হয়।

স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২২ খ্রিঃ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত হয় শোক র‍্যালী, আলোচনা সভা, বৃক্ষরোপন কর্মসূচি, শিশু কিশোরদের মধ্যে চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার জনাব মোঃ আশরাফ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব কৃষ্ণ পদ রায়, বিপিএম(বার), পিপিএম(বার), চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি জনাব মোঃ আনোয়ার হোসেন, বিপিএম(বার), পিপিএম(বার), চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (অতিঃ ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব এস এম রশিদুল হক, পিপিএম, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ড এর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জনাব মোজাফফর আহম্মদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের চট্টগ্রাম জেলা ইউনিট কমান্ড এর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জনাব এ কে এম সরওয়ার কামাল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা প্রশাসক জনাব মোহাম্মদ মমিনুর রহমান।